শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে ১৩৩৮০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলা এবার ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ১৩৩৮০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল। ৭টি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে ৩৩৬ জন স্বেচ্ছাসেবক ও ২১ জন সুপারভাইজার এ ক্যাম্পেইন বাস্তবায়ন করবেন।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা কর্তৃক বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিরামপুর উপজেলায় সর্বমোট ১৩৩৮০শিশুকে “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১,৪৩০ জন শিশুকে ১টিকরে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ১১,৯৫০ জন শিশুকে ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ৭টি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে ৩৩৬ জন স্বেচ্ছাসেবক ও ২১ জন সুপারভাইজার এ ক্যাম্পেইন বাস্তবায়ন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বিরামপুর শাখার ফিল্ড সুপারভাইজার মো. আবুল বাশার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Spread the love