শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে ২৫শে মার্চ জাতীয় গনহত্যা দিবস পালিত

মো.মাহাবুর রহমান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার দুপুরে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অডিটরিয়ামে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ২৫ শে মার্চের সেই ভয়াল কালোরাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীদের নিরস্ত্রর বাঙ্গালীদের উপর নারকীয় ও বর্বরোচিত হামলার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে ২৫ শে মার্চ জাতীয় গনহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বিকৃতির দাবী জানান। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুন্নাহার, থানার ওসি (তদন্ত) সোহেল রানা, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, সরকারী কলেজের উপাধ্যক্ষ আদিত্য কুমার অপু, প্রবীণ রাজনীতিক আব্দুল আজিজ সরকার, প্রবীণ আইনজীবি মওলা বক্স, মুক্তিযোদ্ধা ইমতিয়াজ আহমেদ কামাল, হাবিবুর রহমান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।

Spread the love