মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুর থানা পুলিশ কর্তৃক ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেট কার আটক

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে গভীর রাতে থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১০২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ একটি প্রাইভেট কার আটক করেছে। 
এ ঘটনায় এস,আই মোস্তাফিজার রহমান বাদী হয়ে ১৮ই এপ্রিল, রবিবার প্রাইভেট কারের ১জন মালিক/চালক সহ অজ্ঞাত ৩জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা গেছে, বিরামপুর থানা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে রাত্রীকালীন হাইওয়ে ও রণপাহারা ডিউটি করাকালে গোপন সংবাদ পেয়ে থানা এলাকার দিওড় বটতলী বাজারের নিকটবর্তী স্থানে রাত ১টার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে প্রাইভেট কারের চালক কারটি রাস্তার পাশে দ্রুত থামিয়ে প্রাইভেট কারে থাকা অজ্ঞাত আরো দুইজন সহ কৌশলে দ্রুত বেগে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেট কার তল্লাশি করার সময় পেছনের ডালা উঠিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১শত ২বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, মাদকের বিষয়ে বিরামপুর থানা পুলিশ কাউকেই কোন ছাড় দিবেনা এবং নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে। মাদক সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন‍্য তিনি সকলকে আহবান জানান। 

Spread the love