শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুর ব্লাড ব্যাংক” ফেসবুক গ্রুপের উদ্যোগে ফ্রী ব্লাড টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুর উপজেলায় চলতি বছরের ১০ই মে, স্বেচ্ছায় রক্তদানকারীদের নিয়ে অনলাইন প্লাটফর্ম ‘বিরামপুর ব্লাড ব‍্যাংক’ নামে ফেসবুক গ্রুপটি যাত্রা শুরু করে। এতে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষজনদের ব্লাড ব্যাংক টিম-এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জরুরী প্রয়োজনে রক্ত যোগান সম্ভব হয় খুবই অল্প সময়ে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর পৌরসভা চত্বরে ‘বিরামপুর ব্লাড ব্যাংক’ গ্রুপ এর সৌজন্যে একটি ফ্রী ব্লাড টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্লাড ক্যাম্পেইনটি উদ্বোধন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মুহতারিমা সিফাত।  এতে আরো উপস্থিত ছিলেন, বিরামপুর ব্লাড ব্যাংক গ্রুপের এডমিন টিম, স্বেচ্ছাসেবক টিম, রক্তদাতাগন, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ছাত্র ও বিভিন্ন পেশাজীবীর সন্মানিত অতিথিবৃন্দ। এই ফ্রী ব্লাড টেস্ট ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়েছে। সকলের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সংরক্ষন করা হয়েছে। ব্লাড টেস্ট এর পাশাপাশি অনুষ্ঠানস্থলে ফ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণে সহযোগীতা করেছেন সেনসরি রেসিডেনসিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী সৈয়দা হুমায়রা ইসলাম রোজা। ক্যাম্পেইনে সার্বিক সহযোগীতা করেছেন, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, হাজ্বী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ডাঃ মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ানবৃন্দ। গ্রুপের এডমিন প‍্যানেলের সদস্য মাহমুদুল জনি জানান, ক‍্যাম্পেইনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন; তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে আবারো এমন ফ্রী ব্লাড টেস্ট ক্যাম্পেইনের আয়োজন করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 

Spread the love