শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স এর গবেষণায় বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

এদিকে, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতিকে জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাদের উপর আস্থা রেখেছে বলেই আমরা এটা করতে পেরেছি।

সরকারের অর্জনে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তবে বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো। ৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরও আগেই লক্ষ্য অর্জন করতে পারত।

উন্নয়নশীল দেশ হতে জাতিসংঘ নির্ধারিত সূচকগুলো বাংলাদেশ শুধু পূরণই করেনি, অনেক ক্ষেত্রে এগিয়েও আছে বলে জানান প্রধানমন্ত্রী।

উন্নয়নের সব সূচক পূরণ করে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এ অর্জনে সোমবার অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। বলা হয়, এই ধারাবাহিকতা আরও ছ’বছর অব্যাহত থাকলে ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ।

Spread the love