শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্ব জনসংখ্যা দিবসের বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, আর্থ-সামাজিক প্রেক্ষপটে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই।

এবারের প্রতিপাদ্য বিষয় “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর ঃ প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন”- শ্লোগানকে সামনে রেখে ১১ জুলাই বৃহস্পতিবার জেলা ও সদও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় এনজিওদের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। র‌্যালীটির নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কাজেম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদ সরকার ও কৃষি অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ তৌহিদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তরের এমওএমসিএস-এফপি ডাঃ গোপিনাথ বসাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র সভাপতি ও কেএমডিএস জান্নাতুস সাফা শাহিনুর, মাঠ কর্মী মোঃ আমাল্লাহ্্ সরকার। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম আরও বলেন, জনসংখ্যা কমিয়ে আনতে মান সম্মত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। বাড়তি জনসংখ্যাকে যদি মানব সম্পদে পরিণত করতে পারা যায় তাহলে রাষ্ট্রের জন্য বোঝা হবে না। বরং উন্নয়নের পথ রচনা করবে। পরিকল্পিত জনসংখ্যা, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক অধিকার পূরণর পাশাপাশি সুখি সমৃদ্ধি দেশ গঠনে যথেষ্ট ভূমিকা রাখবে। উল্লেখ্য রংপুর বিভাগে ৮টি জেলার মধ্যে দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৫টি বিভিন্ন ক্যাটাগরিতে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিএফপিও মোঃ ওবায়েদুর রহমান।

Spread the love