শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব জনসংখ্যা দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুর আয়োজিত এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় বর্ণাঢ্য সভাযাত্রা ও দিনাজপুর শিশুএকাডেমী মিলনায়তনে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

“পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাকিার” এবারের প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে সকাল ১০টায় বালুবাড়ী মাতৃসদন কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছুর নুরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিষ্ট্রিক্ট কনসালটেন্ট, এফপিসিএস কিউআইটি ডাঃ মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের বিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, এমসিএইচএসপি সদর দিনাজপুরের মেডিকেল অফিসার ডাঃ গোপিনাথ বসাক, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল করিম ও কাঞ্চন সমিতির প্রকল্প পরিচালক ডাঃ মিনাল কান্তি রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রজেক্টশনিষ্ট অমল চন্দ্র সরকার। বক্তারা বলেন, মানবাধিকার এবং উন্নয়নের সাথে পরিবার পরিকল্পনার সম্পর্ক রয়েছে। সমগ্র পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে উন্নিত সাধিত হলেও অগণিত নারী এখনও পরিবার পরিকল্পনার সেবা থেকে বঞ্চিত। সারাপৃথিবীতে প্রায় ২১৪ মিলিয়ন নারী তাদের অতি প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাচ্ছে না। যার ফলে অনাকাঙ্খিত গর্ভধারণ। তবে আশার কথা হলো উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ৭০০ মিলিয়ন নারী এবং কিশোরী আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছে যা তাদের প্রজনন অধিকারকে কিছুটা হলেও সুসংহত করছে। এর জন্য চাই সর্বস্তরে সামাজিক আন্দোলন।

Spread the love