শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব জনসংখ্যা দিবসে এফপিএবি’র বিভাগীয় পর্যায়ের পুরস্কার লাভ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ ১১ জুলাই শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ে এবার এফপিএবি পুরস্কার লাভ করেছে। এফপিএবি দিনাজপুর শাখা সিবিডি কার্যক্রমে বীরগঞ্জ, বোচাগঞ্জ ও দিনাজপুর সদর উপজেলায় শ্রেষ্ঠ এবং রংপুর বিভাগে শ্রেষ্ঠ অসরকারী সংস্থা হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছে। এছাড়াও এফপিএবি পঞ্চগড় পৌরসভায় সিবিডি কার্যক্রম বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অসরকারি সংস্থা হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছে। গত ১১ জুলাই দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভাগীয় পুরস্কার গ্রহণ করেন এফপিএবি জেলা শাখার কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা পর্যায়ে পুরস্কার গ্রহণ করেন এফপিএবি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ শাহিনুর ইসলাম। বোচাগঞ্জ উপজেলা থেকে পুরস্কার গ্রহণ করেন মোঃ খাদেমুল ইসলাম, কো-অর্ডিনেটর প্রোগ্রাম, বীরগঞ্জ উপজেলা থেকে পুরস্কার গ্রহণ করেন মোঃ আশিকুল ইসলাম, ইসিএস ও পঞ্চগড় থেকে পুরস্কার গ্রহণ করেন সুচনা ইসলাম। উক্ত ৬টি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র এফপিএবি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যদের হাতে তুলে দেওয়া হয়।

Spread the love