শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব মানবতায় বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে-খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দশ লাখ রোহিঙ্গীকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতায় বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের শুধু আশ্রয় দেয়নি তাদের খাবার ও চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এমনকি তারা যেন সসন্মানে নিজ দেশে ফিরে যেতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, গত বছর ভয়াবহ বন্যার পর উত্তরাঞ্চলের শীত জেকে বসেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে তাৎক্ষনিকভাবে সরকারী সহযোগিতা পৌছে দেয়া হয়েছিল । এখন পর্যন্ত আমরা সেই সহযোগিতা অব্যহাত রেখেছি।

শূক্রবার বিকাল ৫টায় সেতাবগঞ্জ স্কুলরোডে বোচাগঞ্জ উপজেলা মিল মালিক গ্রুপের সহযোগিতায় এবং দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের অর্থায়নে গত বছর বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৫টি পরিবারের প্রত্যেকের মাঝে এক বান্ড করে ঢেউটিন বিতরন অনুষ্ঠানে এমপি একথাগুলো বলেন।

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারোয়ার মোর্শেদ, দিনাজপুর চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু প্রমুখ। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, যুগ্ন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, শাহ নওয়াজ সহ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love