শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিষাক্ত কার্বাইডের ছোবলে ফলমুল

Birampurমধুমাস জৈষ্ঠ্য হলেও বাস্তবে মধুর জায়গায় দখল করে নিয়েছে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক কার্বাইড। কাঁচা আম ও অপরিপক্ক কাঠাল অতি মুনাফার আশায় ব্যবসায়ীরা ক্ষতিকর রাসায়নিক কার্বাইড দিয়ে পাকিয়ে হাটে বাজারে বিক্রয় করছে।

বিরামপুরে আম-কাঠালের বাজার পুরাতন-পৌর বাজারে আম-কাঠালের বাজারে ঘুরে দেখা গেছে ফল ব্যবসায়ীরা একেবারে অপরিপক্ক কাঠালে বিষাক্ত কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে দেদারছে বিক্রি করছে। ওই সমস্ত কাঠালে প্রাকৃতিকভাবে পাকার কোন গন্ধই নাই।

এ ছাড়াও আমে কার্বাইড মেশানোর ফলে আম উজ্জল হলুদ ও আকর্ষনীয় রং ধারন করে। ফলে সহজেই সাধারন ক্রেতারা সেই ফলে আকৃষ্ট হয়ে ক্রয় করছে।

বিষাক্ত কার্বাইড দিয়ে পাকানো ফল খেয়ে কিডনি বিকল, উচ্চ রক্তচাপ, নানাবিধ জটিল রোগসহ ক্যানসার পর্যন্ত হতে পারে। এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা জরুরী পদক্ষেপ নেয়া প্রয়োজন।

 

Spread the love