মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বি‌দেশ ফেরৎ মা‌নেই কিন্তু করোনা রোগী নন

মোসাদ্দেক হোসেন : আ‌মেরিকার এ‌রোজনায় ফুলব্রাইট স্কলারশী‌পে আ‌মেরিকার এ‌রোজনা স্টেট ইউ‌নিভা‌র্সিটি‌তে গি‌য়ে‌ছি‌লেন দিনাজপুর কা‌লেক্ট‌রেট স্কুল এন্ড ক‌লে‌জের অধ‌্যক্ষ রা‌হিনুর ইসলাম সি‌দ্দি‌কি। গতকাল আ‌মে‌রিকা থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন। দিনাজপুর শহ‌রে প‌রিবা‌রের নিক‌টে ফেরার পূ‌র্বেই হোম‌কোয়া‌রেন্টাই‌নের সকল ব‌্যবস্থাপনা ক‌রে ফে‌লে প‌রিবার। বা‌ড়ি‌তে ফি‌রেই চ‌লে যান হোম‌কোয়া‌রেন্টাই‌নে। সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী বা‌ড়ির সবার থে‌কে আলাদা হ‌য়ে রু‌মে আবদ্ধ থা‌কতে শুরু ক‌রে‌ছেন ফেরার পরপরই। বিপ‌ত্তি বা‌ধে অ‌তি উৎসাহী‌দের নি‌য়ে, তারা কোন বি‌দেশ ফেরৎ ব‌্যক্তি‌কে মহল্লায় রাখ‌বেননা। এমন সমস‌্যার সম্মু‌খিন হওয়‌া নি‌য়েই ফো‌নে কথা হ‌চ্ছিল রা‌হিনুর ইসলাম সি‌দ্দি‌কির স‌ঙ্গে।

রা‌হিনুর ইসলাম সি‌দ্দি‌কি জানা‌চ্ছি‌লেন, আ‌মি সুস্থ‌্যতা নি‌য়ে দে‌শে ফি‌রে‌ছি। বাসায় ফি‌রেই হোমকোয়া‌রেন্টাই‌নে চ‌লে যাই। ই‌তোম‌ধ্যে অ‌তি উৎসাহীরা বি‌দেশ ফেরৎ কাউ‌কে মহল্লায় রাখ‌বেননা ব‌লে বাসার ফোট‌কে জমা‌য়েত হয়। তারা বাসার দরজায় তালা ঝু‌লি‌য়ে দি‌য়ে‌ছে য‌দিও আ‌মি নি‌জেই রু‌মে লকডাউন ক‌রে রে‌খে‌ছি গতকাল বি‌কে‌লে ফি‌রেই। অ‌তি উৎসা‌হিরা অপ্রয়োজ‌নে পু‌লিশ ডে‌কে আ‌নেন যা আমার প‌রিবার‌কে বিব্রত ক‌রে‌ছে।

রা‌হিনুন ইসলাম আরও জানান, ই‌তোম‌ধ্যে সি‌ভিল স‌ার্জনের প্রতি‌নি‌ধি স্বশরী‌রে আমার হোম‌কোয়া‌রেন্টাইন থাকার বিষয়‌টি পর্যবেক্ষণ ক‌রে‌ছেন, যোগ‌া‌যোগ ক‌রে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা, খোঁজ নি‌য়ে‌ছেন অ‌তিরিক্ত জেলা প্রশাসক(সা‌র্বিক) ম‌হোদয়। সব মি‌লি‌য়ে সরকা‌রি নী‌তিমালা মে‌নে হোমকোয়‌া‌রেন্টাই‌নে থাক‌লেও অ‌তি উৎসাহীরা বি‌দেশ ফেরৎ মা‌নেই ক‌রোনা আক্রান্ত মনে কর‌ছে। ফ‌লে আমার প‌রিবা‌রের সদস‌্যরা বিপা‌কে প‌ড়ে‌ছেন। সামা‌জিক ভা‌বে হেয় করা হ‌চ্ছে আম‌া‌দের।

বি‌দেশ থে‌কে ফেরা মানুষগু‌লো নি‌জের মাতৃভূ‌মি‌তে ফি‌রেও পা‌চ্ছেনা নূন‌্যতম সামা‌জিক নিরাপত্তা।

দিনাজপু‌রের হোম‌কোয়া‌রেন্টাই‌নে র‌য়ে‌ছেন ১৯৭ জন। এখন পর্যন্ত দিনাজপু‌রে কোথাও ক‌রোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নী। বি‌দেশ ফেরৎ মা‌নেই ক‌রোনা আক্রান্ত নয়। হোমকোয়া‌রেন্টাইন মা‌নে নি‌শ্চিত হওয়া যে ১৪ দি‌নে আক্রান্ত নয়। অ‌তি উৎসা‌হ নয় বরং যারা স‌চেতন তা‌দের সহায়তা করুন, যারা সরকা‌রের নি‌র্দেশনা অমান‌্য কর‌ছে তা‌দের প্রতি‌রোধ করুন।

Spread the love