শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জউপজেলায় “বীরগঞ্জউপজেলাশিশু ফোরাম’’এর পথ চলা শুরু হলো

SAMSUNG CAMERA PICTURESঝর্ণা আক্তার – শিশুসাংবাদিক, বীরগঞ্জ, দিনাজপুর : বীরগঞ্জ এডিপির সহায়তায় বিগত ২০১২ সালে গ্রাম ভিত্তিকশিশু ফোরাম প্রতিষ্ঠা পায় ৫টি, ২০১৩ সালে ২০ টি এবং ২০১৪ সালের প্রথম দিকে সে গুলোর সমন্বয়ে  ৫টি ইউনিয়ন ভিত্তিক শিশু ফোরাম গঠিত হয় এবং উক্ত ইউনিয়ন ভিত্তিক শিশু ফোরাম গুলোর ৪ জন করে প্রতিনিধিদের নিয়ে  ২২শে মে ২০১৪ রোজ বৃহস্পতিবার বীরগঞ্জ এডিপির সভা কক্ষে গঠিত হয় বীরগঞ্জ উপজেলা শিশু ফোরাম। এবং বীরগঞ্জ উপজেলা শিশু ফোরাম সদস্যদের মধ্যে থেকে তাদের দ্বারা বাছাই করে ৯ সদস্যের একটি কার্যকরী কমিটির ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় যারা আগামি দু’বছর এই বীরগঞ্জ শিশু ফোরাম এর নেতৃত্ব প্রদান করবে। এই কার্যকরি কমিটির সদস্য গন হচ্ছেন:-সভাপতি: মো:আসিফইসলাম, সহ- সভাপতি: মো: রবিউলইসলাম, সম্পাদক: গীতা রাণী দাস, সাংগঠনিক সম্পাদক: পপি রানী রায়,কোষাধ্যক্ষ: মো: মানিক রহমান, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: হৃদয় রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ঝর্ণা আক্তার এবং সদস্য: বিলকিস ও তাসমিন। এই বীরগঞ্জ উপজেলা শিশু ফোরাম এর গঠন প্রক্রিয়ায় সার্বক্ষনিক উপস্থিত ছিল যোগাযোগ ফোরাম এর সকল সদস্য ও শিশু সাংবাদিক বৃন্দ এবং বীরগঞ্জ এডিপির ভারপ্রাপ্ত এডিপি ম্যনেজার উৎপল মিনজ, শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যনেজার বার্নাড কুজুর, ফাইনান্স ও এডমিন অফিসার পনুয়েল গাইন, শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিরঞ্জন বর্মন এবং জেনি দারিং ছাড়াও শিশু কল্যাণ প্রকল্পের সকল সহায়তাকরারী বৃন্দ।কার্যকরী কমিটি গঠন এর পর উপস্থিত সকলসদস্য গন এর সম্মুখে শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিরঞ্জন বর্মন তাদের শপথ বাক্য পাঠ করান; এর পর কমিটির সদস্যদের পক্ষ থেকে অনুভতি ব্যক্ত করেন মো:আসিফ ইসলাম এবংগীতা রানী দাস । সর্বশেষে বার্নাড কুজুর এই কমিটিকে বীরগঞ্জ এডিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং প্রত্যাশা করেন এই শিশু ফোরাম এর নেতৃত্বে বীরগঞ্জের সকল শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্বের বিকাশ সাধনে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করবে।পরিশেষে মিষ্টি মুখের মাধ্যমে এক ঝাক তারুণ্যের শিশু অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে শুরু হলো বীরগঞ্জ উপজেলা শিশু ফোরাম এর অগ্রযাত্রা।

 

Spread the love