শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জবাসীর নৌবিহার ২০১৮

বীরগঞ্জের যেসব ছাত্র-ছাত্রী সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উচ্চ শিক্ষায় রত তাদের সুবিধা-অসুবিধাসহ শিক্ষা জীবনের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে গড়ে ওঠা ছাত্র সংগঠনের নাম Students’ Association of Birganj, Dinajpur সংক্ষেপে SABD । এই সংগঠনের অনেকগুলো কাজের মধ্যে প্রতি বছর নিয়মিত আয়োজন হিসেবে থাকে ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা সফর বা বার্ষিক বনভোজন। নিজের এলাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য এ আয়োজনটা অত্যন্ত রোমাঞ্চকর বটে! তারই অংশ হিসেবে এবারের আয়োজন নৌবিহার ২০১৮! ১৬ ফেব্রুয়ারী ২০১৮ ইং রোজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) মাঠে সংগঠনের নির্বাহী সদস্যেদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে আগামী ১৬ মার্চ ২০১৮ ইং রোজ শুক্রবার সদরঘাট-চাদপুর-সদরঘাট রুটে ‘নৌ বিহার’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সদস্যদের সকলের অংশগ্রহণে এবং সার্বিক আলোচনায় নিম্নোক্ত বিষয়ে একমত হওয়া গেছেঃ ১. বীরগঞ্জের সকল স্তরের মানুষ এই নৌ বিহারে অংশগ্রহণ করতে পারবে। ২. নৌবিহার ১৬ মার্চ ২০১৮ ইং রোজ শুক্রবার আয়োজিত হবে। ৩. দিনব্যাপী এই আয়োজনে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তাসহ চা ও পিঠার আয়োজন থাকবে। ৪. বাচ্চাদের জন্য ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা থাকবে। ৫. জাহাজের ভেতর (যাওয়া ও আসা) সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ৬. মহিলা ও পুরুষদের জন্য ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা থাকবে। ৭. জাহাজের যেসব কেবিন রয়েছে সেগুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। ৮. জাহাজে সকলের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে। ৯. আলাদাভাবে লটারি অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ১০. আয়োজনে অংশগ্রহণের শুভেচ্ছা মূল্য ধরা হয়েছেঃ ক. প্রাপ্ত বয়স্কঃ ১,০০০/- খ. বীরগঞ্জের ছাত্র অথবা ছাত্রী (যে শ্রেণীরই হোক) ৪০০/- গ. বীরগঞ্জের বাইরের অতিথি ছাত্র অথবা ছাত্রী (যে শ্রেণীরই হোক) ৫০০/- ঘ. সিঙ্গেল কেবিনঃ ১,২০০/- ঙ. ডাবল কেবিনঃ ২,০০০/- ১১. খেলাধুলার পুরস্কার মান সম্মত করার ব্যবস্থা করা হবে। ১২. জাহাজ সদরঘাট থেকে ছাড়বে এবং সফর শেষে সদরঘাটে এসে পৌঁছাবে। ১৩. নৌবিহার সম্পর্কিত কোন আলোচনা থাকলেঃ ক. সভাপতিঃ আল মামুন ০১৭৩৭-৪৬৭৯১৩ খ. সাধারণ সম্পাদকঃ তাপস রায় ০১৭৫৮-৫৮৫৮৫১ অথবা গ. অর্থ সম্পাদকঃ মেহেদি হাসান সুজন ০১৭৬৪-৭৬০৫০৯ নম্বরগুলোতে বিনা সংকোচে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। সভার শেষে, কেক কাটার মাধ্যমে Students’ Association of Birganj, Dinajpur সংক্ষেপে SABD এর ১০ম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। শেষে পর্যায়ে, সংগঠনের ভবিষ্যৎ উন্নতি এবং নৌবিহার ২০১৮ সফলভাবে সম্পন্ন করার জন্য বীরগঞ্জের আপামর জনসাধারণসহ সকল স্তরের ছাত্রছাত্রীদের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

Spread the love