শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জের নিম্নবিত্ত মানুষদের সাহায্যের জন্য SABD এর উদ্যোগ গ্রহন এবং করোনা দূর্যোগকালীন কমিটি গঠন

মেহেদি হাসান সুজন, ষ্টাফ রিপোর্টার : বর্তমানে সারা বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। আগামী দিনগুলোতে এই অবস্থার আরোও অবনতি হবার আশঙ্কা দেখা দিয়েছে। এমতা অবস্থায় বীরগঞ্জের নিম্নবিত্ত মানুষদের পাশে দাড়ানোর জন্য SABD একটি উদ্যোগ হাতে নিয়েছে।

প্রাথমিক লক্ষ্য অনুসারে বীরগঞ্জের ১১ টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারকে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত দ্রব্যাদি লোকালি SABD এর সদস্যদের দ্বারা খুঁজে লিস্ট করে, তাদের মাধ্যমেই লোকালি ডেলিভারি করা হবে। ইউনিয়ন ভিত্তিক টিম এর মাধ্যমে নিজ নিজ ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে যাতে করে ভীড় এড়ানো যায়।

উক্ত উদ্যোগকে কেন্দ্র করে SABD এর সভাপতি আবদুল্লাহ আল সাঈদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা ও এগিয়ে আসা SABD এর একান্ত কাম্য। তাই সকলে সকলের সামর্থ্যমত এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানানো যাচ্ছে।

টাকা পাঠানোর ঠিকানাঃ ★বিকাশ- ১. 01764760509 (সুজন) ২. 01727546921 (সোহান) ★রকেট ১. 017647605095 (সুজন) ২. 017275469214 (সোহান)

Spread the love