শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জের মেয়ে হাবিবা হত্যার দায়ে স্বামী শ্বশুর গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : যৌতুকের দাবিতে পিটিয়ে এবং গলা চেপে দিনাজপুরের বীরগঞ্জের মেয়ে হাবিবা হত্যার দায়ে স্বামী শ্বশুর গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী সাবুল্লীপাড়ায় এ ঘটনায় প্রধান আসামি স্বামী আর শ্বশুর আদালতে দেয়া স্বীকোরক্তিমুলক জবানবন্দীতে তারা হত্যার কথা স্বীকার করেছে। আদালতের নির্দেশে তাদেরকে পাঠানো হয় জেলা কারাগারে।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, দিনাজপুরের বীরগঞ্জের কৃঞ্চপুর গ্রামের হাবিল শেখের মেয়ে হাবিবা আক্তার শারমীনের ১বছর আগে এক লাখ ২০হাজার টাকা যৌতুকের শর্তে বিয়ে হয় নীলফামারী সদরের খোকশাবাড়ী সাবুল্লীপাড়ার লাল মামুদের ছেলে মমিনুরের। গরীব বাবা বিয়ের সময় ৮০ হাজার টাকা পরিশোধ করতে পারলেও বাকী থাকে ৪০হাজার টাকা। এ টাকার জন্য প্রায় চলতো শারমিনের উপর নির্যাতন।

গত ৯জুন সকালে যৌতুকের টাকার জন্য স্বামী আর শশুর পিটিয়ে ও গলা চেপে গুরুতর আহত করে শারমিনকে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে। তাকে রেফার্ড করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর নেয়ার পথে উত্তরা ইপিজেড এলাকায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে নীলফামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার, মুহাম্মদ মোখলেছুর রহমান বলেন যৌতুকের টাকার জন্য শারমিনকে হত্যার কথা তারা অকপটে বিজ্ঞ আদালতে স্বীকোরক্তিমুলক জবানবন্দী দিয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় ।

Spread the love