শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক প্রনোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর সার্কেল এর আয়োজনে স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই প্রনোদনা প্যাকেজ কোভিড-১৯ এর আওতায় উপযুক্ত গ্রাহক নির্বাচন ও তাৎক্ষণিক ঋণ মঞ্জুরী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কর্মসূচি মোতাবেক অগ্রণী ব্যাংক লিমিটেড বীরগঞ্জ শাখার গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে কয়েক ঘণ্টাব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে  উপস্থিত ছিলেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্ -উল -ইসলাম। বিশেষ অতিথি উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়ালী-উল্লাহ্, ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক ডঃ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক শামীম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন দিনাজপুরের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মকবুল হোসেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয়ের পক্ষে প্রনোদনা প্যাকেজের আওতায় গ্রাহকদের মাঝে মঞ্জুরীপত্র হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক লিমিটেড বীরগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম এবং সার্বিকভাবে সহযোগীতার জন্য বীরগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানান । নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করায় বীরগঞ্জ শাখার গ্রাহক কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দকে ব্যবস্থাপনা পরিচালক ধন্যবাদ জ্ঞাপন করেন। গ্রাহকদের পক্ষে ব্যবস্থাপনা পরিচালকে ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা ইন্ড্রাষ্টিজ এর স্বত্বাধিকারী এম এ খালেক সরকার। এসময় উপস্থিত ছিলেন অত্র শাখার গ্রাহক আবেদা হাস্কিং মিলের স্বত্বাধিকারী মোঃ ইয়াসিন আলী, মৌসুমি সিন্ডিকেটের স্বত্বাধিকারী  জাহিদুল ইসলাম ফরহাদ, রিফাত হাস্কিং মিলের স্বত্বাধিকারী মোঃ শফিউল ইসলাম, কৃষাণ ট্রেডার্সের স্বত্বাধিকারী হেম চন্দ্র রায়, মেসার্স মিনহাজুল আলম এর স্বত্বাধিকারী মোঃ মিনহাজুল আলম, সংগীতা হাস্কিং মিলের স্বত্বাধিকারী রথিন কুমার কুন্ড, মকবুল হোটেল এন্ড সুইটস্ এর স্বত্বাধিকারী মোঃ মকবুল হোসেন, আশা সুইটস্ এর স্বত্বাধিকারী মৃদুল কান্তি দে, গীতাশ্রী হাস্কিং মিলের স্বত্বাধিকারী অর্জুন কুমার রায়, আঁচল বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দীপু সরকার, আরজে ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: আ: রহমান, বীরগঞ্জ ফার্মার স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

Spread the love