শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরোধান ক্রয়ের -২০১৯ দ্বিতীয় পর্যায় লটারীর মাধ্যমে ধান চাষী নির্বাচন

বীরগঞ্জ,দিনাজপুর থেকে ডি রায় বাবুল : “শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন ” এই প্রতিপাদ্যক কে সামনে রেখে -১৭ জুলাই বুধবার বিকেলে বীরগঞ্জ উপজেলা প্রশাসন হলরুমে বোরোধান ক্রয় বাস্তবায়ন কমিটি ও বীরগঞ্জ উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বীরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী (ভূমি) কমিশনার জাবের মোহাম্মদ সোয়াইব এর সভাপতিত্বে লটারীর মাধ্যমে দ্বিতীয় পর্যায় ধান ক্রয়ের জন্য চাষী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.জহুরুল হক , পি,আইও সানাউল্লা, খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজেদুল ইসলাম বীরগঞ্জ উপজেলা ধাদ্য সংগ্রহ কমিটির সদস্য মো.ইয়াসিন আলী, শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডা.কে এম কুতুব উদ্দিন, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মো.তোহিদুর ইসলাম, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.মাজেদুর রহমান, সাংবাদিক দশরথ রায় বাবুল, বিকাশ ঘোষ, নাজমুল ইসলাম, মরিচা ইউপি সদস্য আমজাদ আলী প্রমুখ। ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বলেন, বীরগঞ্জ উপজেলার ১৬১৮০ জন্য কৃষকের মধ্যে প্রথম পর্যায় ৪৩৩ জন্য কৃষকের মাঝে লটারীর মাধ্যমে ধানক্রয় সম্ভব হয়েছে। ৭২১ মেঃ টন বিভাজিত বরাদ্দ ধান ক্রয়ের দ্বিতীয় পর্যায় ৭২১জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ধানক্রয়ের জন্য ১১টি ইউনিয়নের লটারীর মাধ্যমে ৭২১ ধানচাষী নির্বাচিত করা হয়।

Spread the love