মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় ওসি সাকিলা পারভিন

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ দিনাজপুরের বীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও দক্ষতার অনন্য সাকিলা পারভিন । যোগদানের পর থেকেই বীরগঞ্জ থানার পরিস্থিতি উন্নতির পথে। ওসি হিসাবে তিনি যোগদান করে তাঁর টিমকে সাথে নিয়ে বীরগঞ্জ মডেল থানা করার জন্য মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। থানাকে দালাল মুক্ত করতে তার সুষ্ঠ ব্যবস্থাপনায় থানার যাবতীয় কার্যক্রম ফলোআপে এনেছেন। একটি নির্ভরযাগ্য সূত্রে জানা যায়, তিনি যোগদানের পর থেকে অনেক ইয়াবা ব্যবসায়ী এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। যারা ইয়াবা ব্যবসা করে অনেক যুবকের জীবন নষ্ট করেছেন। বর্তমানে তারা চরম আতঙ্কে রয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা পালিয়ে বেড়াচ্ছে। বীরগঞ্জ থানার বাসিন্দা সোহেল আহম্মদ নামে এক ভদ্র লোক বলেন, যে কোন সমস্যার অভিযোগপত্র দাখিল করলে তিনি সাথে সাথে তা আমলে নিয়ে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেন। ওসির আন্তরিকতা সেবার মন মানসিকতার প্রশংসা করে থানার সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনেক সচেতন মহল মনে করেন, বীরগঞ্জ থানার বর্তমান ওসির কার্যক্রম গুলো বীরগঞ্জ উপজেলায় নিদর্শন। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। বীরগঞ্জ থানায় তিনি কাজকে কাজের মত দেখে তার কর্মকান্ডগুলো বাস্তবায়ন করবেন । সুন্দর, বাসযোগ্য থানা গড়তে সচেতন মহল বীরগঞ্জ থানার ওসির কাছে প্রত্যাশা করেছেন। থানায় কর্মরত এক অফিসার জানান, স্যার সৃজনশীল মানুষ, যোগদানের পর থেকে তিনি এক রাত ও ঘুমান নি। রাত দিন তিনি থানার শান্তি শৃঙ্খলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। অভিযান পরিচালনাসহ ঝুলন্ত মামলা গুলোর ফাইনাল রিপোর্ট এবং চার্জশীট প্রদানে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে ১৩ সেপ্টেম্বর রাতে সাংবাদিক সাথে এক সাক্ষাতকারে থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন বলেন, দেশ সেবার মন মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি, সে থেকে এ পর্যন্ত সততার বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে আসছি। আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ বীরগঞ্জ থানাকে মূলত ইয়াবার আখড়া থেকে পরিত্রান এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নে সামনে পুলিশিং কার্যক্রমকে বেগবান করার জন্য যাবতীয় সহযোগিতা এবং বাসযোগ্য মডেল বীরগঞ্জ রুপান্তরে দিক নির্দেশনা প্রদান করেছেন। সামগ্রিক কার্যক্রমগুলো সফলভাবে সম্পাদন করার জন্য তিনি সচেতন মহল , জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের প্রতি মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্যদাতাদের নিরাপত্তার স্বার্থে নামসমূহ গোপন করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য ছেলে ধরা গুজবের ও ডেগু প্রতিরোধ বিষয়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে ভালো অবদান রাখেন তিনি।

Spread the love