বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আদিবাসী কানু হত্যা দিবস পালন

Birganj Adibasiবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের বীরগঞ্জে গত রবিবার কানু হত্যা দিবস পালন উপলক্ষে শোক র‌্যালী ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে সিডিএ’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোক র‌্যালী শেষে উপজেলা পরিষদ বটতলায় এক স্মরন সভার আয়োজন করা হয়। বীরগঞ্জ-কাহারোল জনসংগঠনের সভা প্রধান মোঃ রম্নহুল আমিনের সভাপাতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন সিডিএ’র  আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড. চান মিঞা, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রইছ উদ্দিন ডিয়ার, সাহাডুবি করতোয়া জনসংগঠনের সভা প্রধান অর্জুন রায়, পাইক পাড়া জনসংগঠনের সভা প্রধান মিজানুর রহমান, নিবার্হী সদস্য মদিনা আক্তার প্রমুখ। শোক সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের নিকট আদিবাসীদের ভূমি অধিকার এবং ভূমি ব্যবহার বিষয়ে ৭ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।

Spread the love