শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে সমাপনী পরীক্ষার ফলাফল স্থস্তান্তর

bSuবীরগঞ্জ প্রতিদিন: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। গড় পাশের হার ৯৮.৬৫ ভাগ।

২০১৩ সালের অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় ৬ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১৩৬ জন। এদের মধ্যে বালক ২হাজার ৮৪৫জন ও বালিকা ৩হাজার ২৯১জন। গড় পাশের হার ৯৮.৬৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে বালক ৩০৯জন বালিকা ৩৫২জন। সমাপনী পরীক্ষায় ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বালক ১৯০জন ও বালিকা ১৯৮জন। কৃতকার্য হয়েছে বালক ১৮৬জন বালিকা ১৯৮জন। গড় পাশের হার ৯৮.৯৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে বালক ৩জন বালিকা ১জন।

আনুষ্ঠানিক ভাবে ফলাফল হসত্মামত্মরের সময় উপজেলা শিক্ষা অফিসার কখ আলাউল হাদি, সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

Spread the love