শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

Pictur-03.12.13দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে গত মঙ্গলবার সকালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী, ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘‘বাধ ভাঙ্গো, দুয়ার খোলে-একীভূত সমাজ গড়ো’’ এই প্রতিপাদ্য নিয়ে আমত্মর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে দীপশিখার আয়োজনে ডিসএবল্ড রিহ্যাবিলিটেশন এ্যান্ড রিসার্চ এসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণে সংস্থার কার্যালয় হতে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপস্থিত সকল প্রতিবন্ধীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতা শেষে দীপশিখা এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বাদশা, উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ রাকিবুল ইসলাম, মোঃ ওবাইদুল হক, দীপশিখা সহ-সমন্বয়কারী হাফিজার রহমান, বিবেকান্দ অধিকারী, কনক লতা মিনজি, কারিতাস ম্যানেজার মোঃ আলাউদ্দিন, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গার্লপাওয়ার প্রকল্পের উপজেলা টেকনিক্যাল অফিসার মোছাঃ তাজদিদা বেগম, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রউফ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন প্রতিবন্ধী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

Spread the love