শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

উত্তম শর্মা ,বীরগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার  সাত নং মোহাম্মদপুর ইউনিয়নে  গুডনেইবারস্ বাংলাদেশ সিডিপি রবিবার,৬ই ডিসেম্বর অফিস প্রাঙ্গনে “আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস” পালনের আয়োজন করে। যথাযত সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে এই দিবসটি পালন করা হয়। গুডনেইবারস্ বাংলাদেশ  সিডিপির ম্যানেজার মি: বিধান মন্ডল এর সভাপতিত্বে উক্ত দিবসে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপজেলা মার্কেটিং অফিসার মি: আনন্দমোহন রায়, সিডিপি প্রোগ্রাম ম্যানেজার মোঃ শফিউদ্দীন খান, সিডিপি এডমিন ম্যানেজার কাজী ইফতেখার উল হাসান, সিডিপি শিক্ষা অফিসার শলোমন বৈরাগী  এবং অন্যান্য কর্মীবৃন্দ। অতিথি ও অফিসের কর্মীরা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ ভাবে সবার মাঝে আলোচনা করেন। অতিথি ও অফিসের কর্মীরা করোনা ভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করার জন্য সকল স্বেচ্ছাসেবকগনকে ধন্যবাদ জানান। স্বেচ্ছাসেবকদের ভবিষ্যৎ জীবনের উন্নয়নের জন্য বক্তারা  বিভিন্ন উপদেশ ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও সকল উপস্থিত ব্যক্তিদের মাঝে করোনা কালিন সময়ে যাতে সবাই স্বাস্থবিধি মেনে চলে সে বিষয়েও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। উক্ত দিবসে উপস্থিত ছিলেন, সিডিপির সকল স্বেচ্ছাসেবক, প্রি-ভলেন্টিয়ার, সরকারী অফিসার, গুডনেইবারস্ বাংলাদেশ-বীরগঞ্জ সিডিপির কর্মীবৃন্দ। করোনা ভাইরাস কালিন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে ৩ জন স্বেচ্ছাসেবককে পুরুষ্কার প্রদান করা হয়। 

Spread the love