শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আবারও সবজির পাশাপাশি বেড়েছে পিয়াজের দাম

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দেশীয় পিয়াজ এখনো বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে। অন্যান্য আমদানিকৃত পিয়াজ ৭৫ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সোমবার বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট- বাজারে প্রশাসনের অভিযানের পরেও দাম এখনো নাগালের বাইরে রয়েছে পিয়াজের। দেশের অন্যান্য এলাকাই একই পরিস্থিতি। বাজারে আবারও দাম বাড়ছে। গত কয়েকদিনে দেখা গেছে, বীরগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্রগুলোতে প্রতি কেজি ভারতীয় পিয়াজ ৬৫ টাকার বেশি দরে বিক্রি হয়েছে,যা কয়েক দিন আগে ৫৫ টাকা নেমেছিল। দেশি হাইব্রিড জাতের পিয়াজ কেজিপ্রতি ৭০- ৭২ টাকা হয়েছে। এই দরেও কয়েক দিন আগের তুলনায় কেজিতে ৪- ৫ টাকা বেশি। ভারত ২৯ সেপ্টেম্বর পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপর দেশে লাফিয়ে দাম বেড়ে প্রতি কেজি দেশি পিয়াজ ১০০ টাকা ও ভারতীয় পিয়াজ ৯০ টাকায় ওঠে। বীরগঞ্জ দৈনিক বাজারের পিয়াজ বিক্রেতা মোঃ আমজাদ হোসেন জানান, চাহিদা অনুযায়ী পিয়াজ না পাওয়ায় পিয়াজের দাম বাড়ছে। পাশাপাশি কাঁচা সবজির দামও বেশি, ফুলকপি ৬০ টাকা কেজি, বাঁধাকপি ৪০,পটল ৪০, বেগুন ৩০,লাউ ৩০ টাকা পিস, শিম ৮০,আলু ২০, /২৮ টাকা, কোরলা ৫০ টাকা,পেঁপে ২০ টাকা, শসা ২৫, মূলা ৩৬ ও কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Spread the love