শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে আরডিআরএসের উদ্যোগে ৫ আদিবাসী ছাত্রীকে আর্থিক অনুদান

মোঃ আব্দুর রাজ্জাক ॥ দিনাজপুরের বীরগঞ্জে বেসরকারী সাহায্যে সংস্থা আরডিআরএস বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচী অতিদরিদ্র ও বিশেষ গোষ্ঠীর ৫আদিবাসী ছাত্রীকে জন প্রতি ১২হাজার টাকা করে মোট ৬০হাজার টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে অনুদানের চেক প্রদান করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুদান প্রাপ্ত ছাত্রীরা হলেন উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাট গ্রামের পাউলুস সরেনের মেয়ে সেলিনা সরেন, মরিচা ইউনিয়নের বাদলাপাড়া সাতখামার গ্রামের মোজেদ মার্ডীর মেয়ে নীলিমা মার্ডী, বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের লুকাস সরেনের মেয়ে মিলি সরেন, সুজালপুর গ্রামের ইষ্টিপ মুর্মুর মেয়ে মিনা মুর্মু, পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের রবিন মার্ডীর মেয়ে মনিকা মার্ডী। তাদের প্রত্যেক প্রথম ধাপে ১২হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

এ সময় বীরগঞ্জ পৌর মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর কর্মসূচী ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মলয় কুমার গোস্বামী, বীরগঞ্জ এলাকা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মোঃ মাইদুল ইসলাম, দিনাজপুর এলাকা ব্যবস্থাপক (এমই)মোঃ সোহরাওয়ার্দী, বীরগঞ্জ উপজেলা ম্যানেজার সীডস্ মিখাইল সরেন, বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) সুধাংশু চন্দ্র রায়, হিসাব রক্ষক (ক্ষুদ্রঋণ) মোঃ মাহাবুব আলম, সীডস্ প্রকল্পের ফিল্ড ফেসিলেটর মোঃ মশিউর রহমানসহ ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Spread the love