শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব প্রথমবারের মত চালু

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি॥  যতই দিন যাচ্ছে, ততই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনয়ন, মানসম্মত শিক্ষাদান চলছে। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলায় প্রথমবারের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব চালু করছেন সহকারী শিক্ষিকা ফারহানা রহমান। শনিবার থেকে ইংরেজি ভাষা চর্চার সুযোগ সৃষ্টি, স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি অনুশীলন এবং ইংরেজি ভীতি দূর করার লক্ষ্যে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব চালু করে পাঠদান শুরু করছেন বীরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও তিন বারের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ফারহানা রহমান। সহকারী শিক্ষিকা ফারহানা রহমান জানান, আমি মনে করি নিজের দায়িত্বটুকু যদি আন্তরিকভাবে পালন করা হয়, তাহলে অবশেষে সফলতা আসবেই। প্রত্যেক শিক্ষকই একজন শিশু মনোবিজ্ঞানী। শিশুদের মনের মত করে শিক্ষক নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেন। শিক্ষার্থীদের চাহিদা এবং আকাঙ্খা কথা বিবেচনায় রেখে অনেক চিন্তাভাবনা করে অবশেষে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রত্যেক শ্রেণির ছাত্রছাত্রীই হতে পারবে এই ক্লাবের সদস্য। এই ক্লাবের সদস্যদের কাজ হবে তাদের প্রতিদিনের কাজ, অভ্যাস, ভাল লাগা, শখ, তাদের জীবনের লক্ষ্য, বাবা-মায়ের পরিচয়, পরিবার, স্কুল, উপজেলা-জেলা এবং দেশ সম্পর্কে নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলা। প্রয়োজন হলে শিক্ষককের সহায়তা নেয়া, ডিকশনারির ব্যবহার জানা। জানিনা কতদূর সফল হব, তবে সকলের কাছে দোয়া চাই, আমি যেন ভাল কিছু করে দেখাতে পারি।

উল্লেখ্য যে, গত সপ্তাহে তিনি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড এর কুইজ প্রতিযোগিতা ও করেছিলেন।

Spread the love