বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইউনিয়ন পরিবার কল্যাণ ও কমিউনিটি সেন্টার উন্নয়ন ও শক্তিশালীকরন বিষয়ক সভা

Birদশরথ রায় বাবুল: বীরগঞ্জে গত বুধবার  ৪৪টি ইউনিয়ন পরিবার কল্যাণ ও কমিউনিটি সেন্টার উন্নয়ন এবং শক্তিশালীকরন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, ল্যাম্ব ডাব্লিউ এইচসিএম প্রকল্পের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাসনাল বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ‘‘রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’’(আরসিএইচসিআইবি) ৪৪টি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি সেন্টার উন্নয়ন ও শক্তিশালীকরন বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ শাহ আলম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মরিচা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী বাদশা, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী,লেম্ব টেকনিক্যাল কো-অর্ডিনেটর আব্দুল হালিম সরকার, টেকনিক্যাল অফিসার মাসুম আহাম্মেদ ও জাহেদুল হক, স্বাস্থ্য পরিদর্শক ফজলুর রহমান, এফপিআই শহিদুল ইসলাম, পাল্টাপুর কমিউনিটি গ্রুপের সভাপতি ঘনেশ্যাম কর্মকার, সিএম.অলিউল্যাহ-সহ সংশ্লিষ্ঠ বিভাগের স্বাস্থ্য সহকারী, এফ ডাব্লভি, এফপিআই, এফপিএ ও কমিউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love