শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে জিও-এনজিও সভা

Pic-Esdo-18.11.13বীরগঞ্জ (দিনাজপুর)সংবাদদাতাঃ বীরগঞ্জে গত সোমবার ইএসডিও শিশু ও নারী অধিকার এডভোকেসি প্রোগ্রামের উদ্যোগে সরকারী-বেসরকারী সাহায্যে সংস্থার সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।

ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় শিশু ও নারী অধিকার এডভোকেসি প্রোগ্রামের উদ্যোগে মেধা বিকাশ,বিনোদন ও নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী-বেসরকারী সাহায্যে সংস্থার সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। খানসামা খামার পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেশ মুখার্জিও সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) শিশু ও নারী অধিকার এডভোকেসি প্রোগ্রামের ফোকাল পার্সন মোঃ এনামূল হক। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. জসিম উদ্দিন, গ্রাম বিকাশ কেন্দ্রে বীরগঞ্জ ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, টেঙ্গামারা সবুজ সংঘ বীরগঞ্জ ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ আজিজ রহমান, এসডিএফ ক্লাষ্টার ফেসিলেটর বুক কিপিং মোঃ আজমল হক, ক্লাষ্টার ফেসিলেটর লুৎফা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও শিশু অধিকার এডভোকেসি অফিসার শাহা নেওয়াজ বাবর, নারী অধিকার এডভোকেসি অফিসার মোছাঃ নিলুফা ইয়াসমিন।

Spread the love