শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী কলেজে  এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

 

 

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত  উপজেলার শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ ক্যাম্পাস হতে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  শিক্ষার্থী এবং অভিভাবকরা এ মানববন্ধনে কর্মসূচির অংশগ্রহণ করে।

মানববন্ধন চলাকালে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ময়নুল ইসলাম এবং পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আয়নাল হক, মামুনুর রশিদ প্রমুখ।

Bir 2

 

 

 

 

 

 

 

বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রফিসহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ দুই  হাজার ২৭৫ টাকা ফি নেওয়ার নিয়ম রয়েছে। অথচ ঝাড়বাড়ী কলেজে ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে ৩ হাজার  থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। এ সময় অতিরিক্ত ফি নেওয়ায় অধ্যক্ষ বিরুদ্ধে ব্যবস্থা গ্রণের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। Bir 3

এ ব্যাপারে ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

Spread the love