শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩ কোটি টাকা ঋণ প্রদান

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত ৬মাসে একটি বাড়ি একটি খামার প্রকল্প ২হাজার ১শত জনের মাঝে ৩ কোটি ১৬লক্ষ ৫৫হাজার টাকা গুনায়মান ঋণ প্রদান করেছে।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল­ী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রকল্পের আওয়াতায় উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, নিজপাড়া, সুজালপুর, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন সমুহে প্রত্যন্ত পল­­ীর পাড়া-গায়ে ৯৭টি সমিতি গঠন করে ৫হাজার ৮২০জন সদস্যের মধ্যে ২হাজার ১শত প্রশিক্ষন প্রাপ্ত সদস্যের মাঝে ২০হাজার টাকা হারে ৩কোটি ১৬লক্ষ ৫৫হাজার টাকা ঋণ বিতরন করেছে। একই সময়ে ঋণ গ্রহীতারা ১কোটি ৪৮ লক্ষ টাকা সঞ্চয় জমা করেছে।

উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ জিয়াবুর রহমান জানান দরিদ্র জনগনকে সাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল­ী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রকল্পের অধিনে ঘুর্নায়মান ঋণ বিতরনের জন্য এককালিন ৫০ লক্ষ টাকা প্রদান করে। ঋণ আদায় সন্তোষ জনক।

Spread the love