শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে এক্স পাইলটিয়ান দ্বিতীয় পর্ব ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. আব্দুর রাজ্জাক : দিনাজপুরের বীরগঞ্জে এক্স পাইলটিয়ান দ্বিতীয় পর্ব ক্রিকেট টুর্ণামেন্ট ফাইলান খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩টায় দুরত্ব-১৫এর আয়োজনে বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইলান খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন উদ্দীপ্ত-২০১৩ এসএসসি ব্যাচ এবং উষার আলো-২০১১ এসএসসি ব্যাচ।

ফাইনাল খেলায় উদ্দীপ্ত-২০১৩ এসএসসি ব্যাচ ব্যাট করতে এসে ১০ওভারে ৬উইকেট হারিয়ে ৭০রান সংগ্রহ করে। জবাবে উষার আলো-২০১১ এসএসসি ব্যাচ ২উইকেট হারিয়ে ৯ওভারে তাদের জয় নিশ্চিত করে। উদ্দীপ্ত-২০১৩ এসএসসি ব্যাচ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাফাত রিভান শিহাব এবং উষার আলো-২০১১ এসএসসি ব্যাচ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ……….।

খেলা পরিচালনা করেন করেন সোয়াব হোসেন মাহিন এবং উদয়। ধারা বর্ণণায় ছিলেন মো. তইফুল ইসলাম তপু।

ফাইনাল খেলায় উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং পুরস্কার তুলে দেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাবেক কৃতি খেলোয়াড় সুভাষ দাশ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এটিএএম মতিন, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি সফিউল ইসলাম জুয়েল, বীরগঞ্জে কৃতি সন্তান নুরুল হক বাবু, বিশিস্ট শিল্পপতি আরমানুল হক পার্থ, বেলাল হোসেন, আফতাব উদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. শাহাদাত হোসাইন, আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতা মো. আবু হোসাইন বিপু, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, এ্যাড. ওয়ারস উল ইসলাম অলি, ষ্টুডেন্ট এসোসিয়েশন অব বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) সভাপতি মো. সুজনসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১জুন আনুষ্ঠানিক ভাবে এক্স পাইলটিয়ান দ্বিতীয় পর্ব ক্রিকেট টুর্ণামেন্ট ফাইলান খেলা উদ্বোধন করা হয়। খেলায় বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে সোহেল-স্বজন স্মৃতি সংসদ-১৯৯৭ এসএসসি ব্যাচ, অরুনোদয়-২০০৩ এসএসসি ব্যাচ, রেঞ্জারস-২০০৪ এসএসসি ব্যাচ, স্বপ্নঘুড়ি-২০০৭ এসএসসি ব্যাচ, চন্দ্রবিন্দু-২০০৮ এসএসসি ব্যাচ, দশমিক-২০০৯ এসএসসি ব্যাচ, দুর্বার-২০১০ এসএসসি ব্যাচ, উষার আলো-২০১১ এসএসসি ব্যাচ, ইসকুল-২০১২ এসএসসি ব্যাচ, উদ্দীপ্ত-২০১৩ এসএসসি ব্যাচ, অদম্য-২০১৪ এসএসসি ব্যাচ, দুরন্ত-২০১৫এসএসসি ব্যাচ, ঋদ্ধ-২০১৬ এসএসসি ব্যাচ, অধ্যায়-২০১৭ এসএসসি ব্যাচ, বুলেট-২০১৮ এসএসসি ব্যাচ এবং অগ্নিগোলা-২০১৯ এসএসসি ব্যাচ অংশ গ্রহণ করে।

Spread the love