শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে কলেজ ছাত্রী অপহরনের ৪ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত মঙ্গলবার কলেজ ছাত্রী অপহরনের ৪ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী গ্রামের সুভাষ চন্দ্র অধিকারীর মেয়ে গড়েয়া ডিগ্রী কলেজের ডিগ্রী (১ম বর্ষের) ছাত্রী দীপ্তি রানী অধিকারী (১৮) গত শনিবার সকালে বাড়ী থেকে কলেজ যাওয়ার পথে মিলনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে ঠাকুরগাওঁ জেলা সদর কালিবাড়ী এলাকার দীপক চন্দ্র রায় (২২)এর নেতৃত্বে কামিনী কান্ত রায়, ভূইয়া রায় ও রাজকুমার রায় কলেজ ছাত্রী দীপ্তি রানী অধিকারীর পথরোধ অস্ত্রের মুখে জিম্মি করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরন করে নিয়ে পালিয়ে যায়। উলে­খিত ঘটনায় সুভাষ চন্দ্র অধিকারীর নিজে বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/২০০৩ইং-৭(খ)(গ)/৩০ধারায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে যারনং-০৫(০১)২০১৫ইং। এ সংবাদ লেখা পর্যন্ত ৪ দিনেও আসাম দের কাউকে গ্রেফতার ও কলেজ ছাত্রী দীপ্তি রানী অধিকারীকে উদ্ধার করতে পারেনি।

ওসি প্রশাসন কেএম শওকত হোসেন ও তদন্তকারী অফিসার জাহাঙ্গীর আলম উলে­খিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযুক্তরা পলাতক রয়েছে। আসামী গ্রেফতার ও কলেজ ছাত্রীকে উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

Spread the love