শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে খরা সহিঞ্চু ধান বিষয়ক কৃষক প্রশিক্ষন

Birgমোঃ আবেদ আলী,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃস্পতিবার কৃষক ফাউন্ডেশনের ৬০জন চাষীকে খরা সহিঞ্চু ধান বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের আয়োজনে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাট ফেডারেশন মিলনায়তনে ৬০জন চাষীকে খরা সহিঞ্চু ধান বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষন প্রদান করা হয়। কৃষক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে খরা সহিঞ্চু ধান বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ড.মো: আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউপি চেয়ারম্যন দীনেশ চন্দ্র মহমত্ম, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। খরা সহিঞ্চু ধান বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কৃষি অফিসার সৈয়দা নাজমা পারভিন। এ সময় মোহনপুর কৃষক ফোরামের সভাপতি কল্পনা সরেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু ও মোহনপুর ইউপি সদস্য মোঃ জহিরুল্ ইসলাম সহ কৃষক ফোরমের কৃষানীগন উপস্থিত ছিলেন। একই দিনে রোগ প্রতিরোধের জন্য ২শত গরু এনথ্রাক্স ও ১শত ছাগলের পিপিআর ভেকসিন বিনামুল্যে প্রদান করা হয়েছে।

Spread the love