শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভূক্তভোগীদের মাঝে বিতরণ না করে আন্তসাত ইউএনওর বরাবরে অভিয়োগ

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার পলাশবাড়ী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বাহাদুর ভূক্তভোগীদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচিরদের মাঝে চাল না দিয়ে আন্তসাৎ করেছেন বলে কার্ডধারী মহিলা ইউপি সদস্যা মোছাঃ পারুল বেগম বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন ডিলার মোঃ নাজমুল  হোসেন বাহাদুর বৈরবাড়ী গ্রামের বিরন অধিকারীর ছেলে ধীরেন্দ্রনাথ অধিকারী কার্ড নং-৪২৯, ধূখোল মহন্ত ছেলে ফাগুনা মহন্ত কার্ড নং-৪৩০, মৃতঃ সচিন্দ্রে ছেলে রমেশ কার্ড নং-৪৩৪ ও মহিলা ইউপি সদস্যা পারুল  বেগম কার্ড নং-৪৫৫ এর চাল না দিয়ে দীর্ঘ দিন থেকে আন্তসাত করে আসছেন। গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ করলে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রমিজ আলম। ঘটনাস্থল পরির্দশন করেছেন। এব্যাপারে পলাশবাড়ী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ নাজমুল হোসেনের সঙ্গে মুঠো ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।  মহিলা ইউপি সদস্যা মোছাঃ পারুল বেগম বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনকে লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার এ রিপোট লেখা পর্যন্ত ঘটনাস্থল পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন।

Spread the love