শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে গণপরিবহনে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : (কোভিড-১৯) করোনাকালে বাধ্য হয়ে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছে মানুষ। চলাচল করছে লোকাল ও অন্ত:জেলা পরিবহন। দিনাজপুরের বীরগঞ্জে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লোকাল বাসগুলোতে ওঠানামার ধাক্কাধাক্কি উদ্বেগজনক। এর বাইরে বর্ধিত ভাড়া নিয়ে বাকবিতণ্ডা তো আছেই। বাস যাত্রীরাও গণপরিবহনে চড়তে মানছে না স্বাস্থ্যবিধি। লোকাল বাসগুলোতে একসিটে দু’জন করে যাত্রী ঘেঁষাঘোঁষি করে বসচ্ছে। সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিষেধ। অটো- পাগলুতে যাত্রী তোলা হচ্ছে স্বাভাবিক সময়ের মতোই। যাত্রী-চালকদের কেউ কেউ মাস্কও ব্যবহার করছেন না। এতে করেনার সংক্রমণের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন জানান,আমরা একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এখানে জনসাধারণের কিছুটা অসহযোগিতা রয়েছে। জনসাধারণদের সচেতন করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Spread the love