শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী শিক্ষা মেলা

বীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জে গত বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী আনুষ্ঠানিক ভাবে শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে।

‘‘শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল’’ প্রতিপাদ্য বাসত্মবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির সহযোগিতায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বরে দুইদিন ব্যাপী শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর।   12

উপজেলা শিক্ষা অফিসার ক. খ. মোঃ আলাওল হাদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার আবু জাফর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ভারপ্রাপ্ত ইন্সেক্টর মোঃ আব্দুল­াহ আল মামুন সহকারী, প্রকল্প বাসত্মবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির প্রজেক্ট ম্যানেজার বার্ণাড কুজুর, প্রকল্প অফিসার সিত্মফান রিনো নাথ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, মন্জুরম্নল হক মিয়া, মোঃ মহসিন আলী, মমতাজ ফেরদৌসী, মোঃ নাজিম উদ্দিন, মোঃ রাশেদুজ্জামান, আরমানা জাহান সিদ্দিকা, সরকারী শিক্ষা ঐক্য পরিষদের পক্ষে মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ । মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

Spread the love