শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি ও পুরস্কার বিতরন

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান মেলার সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞন ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরের বিজ্ঞান মেলা প্রাঙ্গণে ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অলিম্পিয়াড বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি-পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন, মহিলা বিষয়ক অফিসার আফসানা মোস্তারী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে নুতন ধরনের বিজ্ঞানের উদভাবনী প্রদর্শন করায় বীরগঞ্জ সরকারী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়, রহিম বখ্স উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ ফাজিল মাদ্রসা ও ডে-লাইট ইনটারন্যাশনাল স্কুুলের নুতন উদভাবনী প্রদর্শন-আলু ও লবনাক্ত পানি সাহায্যে বিদুৎ উৎপন্ন, শহরের বাসা-বাড়ীর ময়লা পানি নিস্কাশনে সুষ্ঠ ব্যবস্থা ও উহার ব্যবহার, রোবটের মাধ্যমে গৃহস্থালী কাজ ও পাঠদান, বিদ্যুতের কম ভল্টেস থেকে বেশী ভল্টেস তৈরী, উন্নত যোগাযোগ ব্যাবস্থা ও পরিবেশ শহরে রোবটের মাধ্যমে আগুন নেভানো, আলু ও দিয়ে বিদ্যুৎ তৈরী ও মোবাইল চার্জ এবং লবন পানি দিয়ে এলএডি বাতি জ্বালানো-র্স্মাট এগ্রিকালচার সূর্য্যরে আলো ও বৃষ্টির পানির সাহায্যে অল্প জমিতে বেশী ফসল ফলানো, পানির স্তর নিদের্শক ও হাইড্রোলিক চাপ প্রয়োগ করে পানিসহ বিভিন্ন কাজ করা যাবে, বিদ্যুৎ ছাড়াই সেচের পানি উত্তেলন ও  ব্যবহৃত পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন স্টলে নুতন নুতন উদ্বোধনী প্রদর্শনের জন্য পুরস্কার প্রদান করা হয়।

Spread the love