শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে জীবানুনাশক স্প্রে ও জীবানুনাশক ঔষধ স্প্রে করেছেন উপজেলা প্রশাসন

মো. আব্দুর রাজ্জাক : করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে,রাস্তায়, অলি-গলি, ফুটপাত এবং পৌরসভার আনাচে-কানাচে জীবানুনাশক স্প্রে ও জীবানুনাশক ঔষধ ছিটানো উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে ফায়ার ষ্টেশনের সহযোগিতায় পৌর শহরের বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে ও জীবানুনাশক ঔষধ ছিটানো হয়।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার মো. সারোয়ার মুর্শিদ জানান, বীরগঞ্জ উপজেলাকে জীবাণুমুক্ত রাখতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেশের এই পরিস্থিতিতে সকলকে সচেতনতার সহিত সরকারী সকল ধরনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান এবং পাশাপাশি বাড়িতে অবস্থান নিয়ে করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

Spread the love