শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ঝাড়বাড়ীতে আনন্দঘন, উৎসব মূখর ও প্রাণ চাঞ্চল্যের মঙ্গল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি ॥  শহর ছেড়ে একেবারে অজোপাড়া গায়ে আনন্দঘন, উৎসব মূখর ও প্রাণ চাঞ্চল্যের মধ্য দিয়ে ব্যতিক্রমী পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব ১৪২৫ সন উদ্যাপন করেছেন সর্বস্তরের মানুষ। বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে মানুষের ঢল নামে।

শনিবার জেলার বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঝাড়বাড়ী এলাকায় বের করা হয় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা। ওই এলাকার বিভিন্ন মেঠোপথ অতিক্রম করে নানা বর্ণের মানুষের পদযাত্রায়।

ঝাড়বাড়ী সামাজিক সংগঠন অতঃপর থিয়েটার এন্ড সংঘ এর আয়োজনে এ মঙ্গল শোভাযাত্রায় শিল্পীদের হাতের ছোঁয়া ও রংতুলির আঁচড় শোভা বর্ধন করে। ঢোল আর ঢাকের তালে নেচেগেয়ে শোভাযাত্রায় বেছে নেওয়া হয় গ্রামবাংলার ঐতিহ্য পালকি, বর-বউ, বেহুলা, ব্যাঙের বিয়ে, সাপুড়ে এবং উপজাতি উৎসব ইত্যাদি।

অতঃপর থিয়েটারের মোঃ ফারুক হোসেন নেতৃত্বে শত শত মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

মঙ্গল শোভাযাত্রা আয়োজক ও অতঃপর থিয়েটারের সভাপতি সৈয়দ আতাউর রহমানের বলেন, “সকল ভেদাভেদ ভুলে অশুভকে দূর করে আলোকিত বাংলাদেশ গড়তে সবাই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

এসময় নববর্ষে একটি সুন্দর, সুখী ও হানাহানিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের আহ্বান জানায় মঙ্গল শোভাযাত্রার সঙ্গে সংশ্লিষ্টরা।

Spread the love