শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ট্রাক-পিক্যাব ভ্যান মুখোমুখী সংঘর্ষে পিক্যাব ভ্যান চালক নিহত। আহত ৩

মোঃ আব্দুর রাজ্জাক ॥ দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৬৭৪০) এবং মুরগীবাহী পিক্যাব ভ্যান (বগুড়া-ন-১১-১১৬০) মুখোমুখী সংঘর্ষে মোঃ শাহিন (৩০) নামে পিক্যাব ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক মোঃ মিলন হোসেন (৩৫), মুরগীর মালিক মোঃ কবির সরকার (৩৮) এবং পিক্যাব ভ্যান হেলপার মোঃ জুয়েল (১০)সহ ৩জন আহত হয়েছে।
নিহত মোঃ শাহিন বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ পল্লী উন্নয়ন একাডেমী এলাকার মোঃ মোস্তফার ছেলে। আহত মোঃ মিলন হোসেন নওগাঁ জেলার ধামোর হাট এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে, মোঃ কবির সরকার বগুড়া জেলার সাতদই এলাকার আক্কাস আলী সরকারের ছেলে এবং মোঃ জুয়েল একই এলাকার মোঃ লালন মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোর ৪টায় রংপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ দুলাল হক জানান, বগুড়া হতে মুরগী নিয়ে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিল একটি পিক্যাব ভ্যান। পথে ভোর ৪টায় বীরগঞ্জ পৌর শহরের শালবন মোড়ে ঠাকুরগাঁও হতে ছেড়ে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে দুই গাড়ীর চালকসহ ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে মোঃ শাহিন (৩০) নামে পিক্যাব চালক মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের মধ্যে মোঃ শাহিন (৩০) নামে পিক্যাব চালক মারা গেছে। আহতদের মধ্যে ট্রাক চালক মোঃ মিলন হোসেন এবং মুরগীর মালিক মোঃ কবির সরকারের অবস্থা আশংকাজনক।
বীরগঞ্জ থানার ওসি মোছাঃ সাকিল পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালে মোঃ শাহিন (৩০) নামে এক পিক্যাব চালক হাসপাতালে মারা যায়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Spread the love