শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে দরিদ্র কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

Pic- W V Krishiবীরগঞ্জ প্রতিদিনঃ বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি উদ্যোগে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির লাইভলীহুড সিকিউরিটি প্রজেক্টের উদ্যোগে উপজেলার ১৩৮ জন দরিদ্র কৃষকদের মাঝে ৮ জাতের সব্জী বীজ এবং উন্নত পদ্ধতিতে অল্প জায়গায় অধিক উৎপাদনের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ ক্লাস্টারের সিনিয়র এডিপি ম্যানাজার এ্যাডভেন্ট ট্রিপলেন্ড। এ সময় বীরগঞ্জ এডিপির লাইভলীহুড সিকিউরিটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জুলিয়ান বিশ্বাস, প্রজেক্ট অফিসার (কৃষি) জগদিশ চন্দ্র রায়সহ এডিপির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ ক্লাস্টারের সিনিয়র এডিপি ম্যানাজার এ্যাডভেন্ট ট্রিপলেন্ড জানান, বীজ ও কৃষি উপকণ বিতরণের মূল উদ্দেশ্য হলো জৈব পদ্ধতিতে কৃষি আবাদ চর্চা ও পতিত জমিকে চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোসহ পারিবারিক ভাবে সব্জী খাবারের মাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা।

Spread the love