শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক ॥ দিনাজপুরের বীরগঞ্জে ‘‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনে নিয়ামক শক্তি’’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্ববধান ও পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। অনুষ্ঠানে কি-নেট পেপার উপস্থাপন করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রাসরণ বিভাগের সহযোগী অধ্যাপক এম রেজাউল করিম।

উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সন্তোষ কুমার রায়, বীরগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার সেন, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগদিশ রায়, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহেদ আলী, আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খালেকুজ্জামান, নন্দাইগাঁও মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, নওপাড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নিরঞ্জন রায়, সাংবাদিক মোঃ আরমান আলী, মোঃ নাজমুল ইসলাম মিলন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী বীরগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী বীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকারী কাটগড় দাখিল মাদরাসাকে পুরস্কার প্রদান করা হয়।

Spread the love