শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার সকাল ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

 

মেলা উপলক্ষে নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, পৌর সচিব আব্দুল হানিফ সরদার, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন, উপজেলা শিক্ষা অফিসার ক,খ আলাওল হাদি, সমাজ সেবা অফিসার মোঃ মতিয়ার রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মোঃ তাইজুল ইসলাম, পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মীর কাশেম লালু, অনলাইন পত্রিকা বীরগঞ্জ ২৪ ডটকম পরিচালক প্রভাষক নীল রতন সাহা নিপু, অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন ডটকমের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, আনসার ও ভিডিপি অফিসার মোঃ শামসুল হক, চৌপুকুরিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার খুরশিদা ফেরদৌসি, পৌর কাউন্সিলর অনিতা রানী রায় প্রমুখ।

 

ডিজিটাল উদ্ভাবনী মেলার ২৫টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা তথ্য বিভাগের আয়োজনে প্রজেক্টর প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক ও অনলাইন পত্রিকা বীরগঞ্জ ২৪ ডডকম পরিচালক প্রভাষক নীল রতন সাহা নিপু।

 

Spread the love