বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে নারী-শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে গত রবিবার নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনর সভাপতিত্বে নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন মোঃ আমিনুল ইসলাম। সভায় নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে স্বাগত বক্তব্য রাখন কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম কাওসার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জাহাঙ্গীর কবির, প্রানী সম্পদ অফিসার ডাঃ আফজাল হোসেন, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগন, বিবাহ রেজিষ্টারগন (কাজী), সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও অন্যরা। সভায় নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

Spread the love