শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তার মাঝখানে জনসাধারণের চলাচল চরম ভোগান্তি

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের ১টি খুঁটি থাকার কারণে চরম বিপাকে পড়েছে এলাকাবাসী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বীরগঞ্জ জনাল অফিসে অভিযোগ এবং বারবার যোগাযোগ করে ফল পাচ্ছে না ভুক্তভুগিরা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ফেনাপুকুর গ্রাম দিয়ে চলাচলের একমাত্র রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের ১টি খুটি দৃশ্যমান হয়ে দাঁড়িয়ে থেকে জানান দিচ্ছে দেশে কি পরিমান দুর্নীতি হচ্ছে। গত ৮ নভেম্বর সংবাদ পেয়ে সরেজমিনে গেলে, বিপথগ্রস্ত এলাকাবাসী জানান, এই একটি খুঁটির জন্য আমরা গোটা ফেনাপুকুর গ্রামের ৭০টি বাড়ির বাসিন্দারা দীর্ঘদিন থেকে সিটমহল বাসির মত জীবন যাপন করছি। এ্যাম্বুলেন্স,মাইক্রোবাস,ট্রাকসহ কোন যানবাহন আমাদের গ্রামে ঢুকতে পারেনা। শুধু রিক্স ভ্যান নিয়ে আমরা চলাচল করছি। যার কারণে অসুস্থ রোগীদের আনা নেওয়া এবং কৃষিপণ্য পরিবহনে খুবই সমস্যা হচ্ছে। এলাকাবাসীর পক্ষে মো: দেলোয়ার হোসেন জানান, গত ৩ এপ্রিল বীরগঞ্জ পল্লীবিদ্যুতের অফিসে লিখিত অভিযোগ করেও কোনো কাজে আসছে না। পল্লী বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে টাকা দিলে খুঁটি সরানো হবে, না দিলে খুঁটি সরানো হবেনা।এসময় স্থানীয় ইউপি সদস্য ভবেশ চন্দ্র রায় জানান, রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটির বিষয়ে অভিযোগ দেওয়ার পরেও অজ্ঞাত কারণে অফিসের কর্মকর্তারা কোন পদক্ষেপ না নিয়ে খুঁটি সরাতে টাকা দাবি করেন। পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে অফিস থেকে জানানো হয় খুঁটি সরানোর জন্য অফিসে নির্দিষ্ট পরিমাণে টাকা জমা দিতে হয়। এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই। উক্ত পল্লী বিদ্যুৎতের খুঁটির কারণে প্রতিদিনি ছোট-খাট দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দূরত্ব খুঁটি অপসারণের পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।

Spread the love