শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে পারিবারিক জেরে গাছ কর্তন, থানায় অভিযোগ৷

এন.আই. মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক জেরে লাগানো গাছ কেটে ফেলে সস্ত্রাসীরা, পৈশাঞ্জু বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন৷

উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃতঃ তারক নাথা রায়ের পুত্র পৈশাঞ্জু রায় মহাদেবপুর মৌজার জেএল- ১২৬ এর ২২৯, ৬৯, ৫, ১৫৯ দাগের ১.৫০ একর জমিতে ধান গাছ রোপন ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছিল পৈশাঞ্জু৷ গত ২২ জুলাই পৈশাঞ্জুর অ-বর্তমানে মৃতঃ তারকনাথ রায়ের পুত্র মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপেন্দ্রনাথ রায়ের নির্দ্দেশে কৈলাশ চন্দ্র রায়, উপেন্দ্র নাথ রায়ের পুত্র চন্দন রায়, কৈলাশ রায়ের পুত্র অনিমেশ রায় সঙ্গবন্ধ হয়ে পৈশাঞ্জুর লাগানো গাছপালা কেটে ফেলে৷ এসময় পৈশাঞ্জু রায়ের স্ত্রী কনিকা রাণী রায় বাধা দিতে গেলে আসামীরা বিভিন্ন ভাবে মারধর করে টানা হেচড়া করিয়া তার কাপড় চোপর ছিড়ে ফেলে বিবস্ত্র করে গলা চাপিয়া ধরে৷ প্রতিবেশী স্বাক্ষী ললিত চন্দ্র রায়, অতুল চন্দ্র রায়, সত্যেন রায় ঘটনা স্থলে আগাইয়া আসিলে আসামীরা পালিয়ে যায়৷ তারা আহত কনিকাকে উদ্ধার করে বাড়ীতে পৌছায় দেয়৷ কনিকার স্বামী পৈশাঞ্জু রায় বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করে৷

এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য অজিবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অশিক্ষিত পৈশাঞ্জু পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে আসামীরা ভোগদখল করে আসছিল৷ পৈশাঞ্জু স্থানীয় ও আইনি সহায়তায় জমি গুলি উদ্ধার করে ভোগ দখল করা কালীন সময়ে আসামীদের এহেন আচারন লজ্জা জনক৷ অভিযোগের প্রেক্ষিতে বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর হোসেন-১ ঘটনা স্থলে গিয়ে তদন্ত করেন৷

 

Spread the love