শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রতারণার মামলায় গ্রেফতার-২

রাকেশ রায়, বীরগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জ থানা মামলা সূত্রে প্রকাশ, উপজেলার সাতোর ইউনিয়নের মন্তাজ আলীর ছেলে এহতেশামুল (৪০) ও সুজালপুর গ্রামের মোঃ খোরশেদ আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫) ডে-নাইট ভ্যারাইটিস্ ষ্টোরের নামে সাধারণ মানুষের কাছে লাভ্যাংশ’র প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ২৯/০৭/২০১৯ইং তারিখে বীরগঞ্জ পৌরশহরের বাবুলের ছেলে মোঃ সোহেল রানা সহ ৭জন লভ্যাংশের টাকা চাইতে গেলে তাদের ঘরের মধ্যে আটকিয়ে রাখে। নানাভাবে হুমকি প্রদর্শন করে। ঐ রাতে তার পরিবারের লোকজন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনকে বিষয়টি অবগত করলে তাদেরকে উদ্ধার করে এবং প্রতারণামূলক ভাবে লাভ্যাংশের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা গ্রহণকারী এহতেশামুল ও হাবিবুর রহমান কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। এব্যাপারে বীরগঞ্জ থানায় একটি প্রতারণামূলক মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-২৮, তাং-২৯/০৭/২০১৯ইং মামলার বাদী সোহেল রানা সাংবাদিকদের জানান, বীরগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ডের সেন্টার পাড়া মইনুল টাওয়ারের নিচতলায় ভাড়া নিয়ে ডে-নাইট (মিনাবাজার) প্রতিষ্ঠান খুলে কর্মচারী এহতেশামুল হক ও হাবিবুর রহমান এর যোগসাজসে তার দোকানের নামে ডিএনডিএস কার্ড তৈরি করে উক্ত কার্ড ব্যবহারে ৫০০ থেকে ৬০০ জনের গ্রাহকের নিকট ৫০০ টাকা মূল্যের একটি কার্ড প্রদান করে। উক্ত কার্ড ব্যবহারের মাধ্যমে দোকান থেকে মালামল ক্রয় করিলে প্রতি কার্ড বিক্রয় করে লাভ্যাংশ দেওয়ার করার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছিল।

Spread the love