শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Biদিনাজপুর প্রতিনিধিঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সময় বিদেশে থাকায় প্রাণে বেচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। কিন্তু এর পর তিনি দীর্ঘদিন দেশে ফিরতে পারেন নি। মাতৃভুমি ছেড়ে লন্ডন ও ভারতে থাকতে হয় তাকে। অবশেষে ১৯৮১ সালে আজকের এই দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠার শ্লোগান নিয়ে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। শেখ হাসিনা আগমন উপলক্ষে সারা দেশ থেকে লাখ লাখ অধিকার বঞ্চিত মুক্তিকামী জনতা ঢাকায় ছুটে গিয়েছিল। জয় বাংলা ধ্বনীতে প্রকম্পিত হয়েছিল সেদিনে ঢাকার আকাশ বাতাস। মানুষ সেদিন বঙ্গবন্ধু হত্যার বিচারের শপথ নিয়েছিল। লাখ লাখ জনতাকে উদ্দেশ্য করে সেদিন শেখ হাসিনা বলেছিলেন সব হারিয়ে নিঃস্ব হয়ে আমি আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর নিদের্শিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির জনকের হত্যার বিচার গ্রহণে আমি প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বীরগঞ্জ পেৌর শাখার সভাপতি মো: মোনায়েম খানের নেতৃত্বে সন্ধ্যায় একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভায় মো: মোনায়েম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো: করিমুল হক চেৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শামীম ফিরোজ আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: শিবলী সাদিক, পেৌর আওয়ামীলীগের সভাপতি প্রভাষক মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো: নুরিয়াস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মো: মোছাদ্দেক হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: রোকনুজ্জামান বিপ্লব, যুগ্ন আহবায়ক আফজালুর রহমান ইভান, প্রিন্স, ফরিদুল ইসলাম ফরিদ, পেৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা প্রমুখ।

Spread the love