শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রশ্ন ফাঁসের অভিযোগে চাচা-ভাতিজা গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ১২ এপ্রিল প্রশ্ন ফাঁসের অভিযোগে চাচা-ভাতিজা গ্রেফতার করে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মিসেস সাকিলা পারভিন জানান, গণপ্রজপতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের নিদের্শে এসআই দুলাল, আমজাদ, মশিউর, নরেন, রবিউল, এএসআই ফারজানা, তাজরুল সহ একদল পুলিশ উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে মলিন্দ্র নাথ রায়ের ছেলে কম্পিউটার ব্যবসায়ী বিলাশ চন্দ্র রায় (২৭) ও বিঘানু চন্দ্র রায়ের ছেলে চাচা অতুল চন্দ্র রায় (৪২)’কে গ্রেফতার করে।

তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করে প্রাথমিক ভাবে প্রশ্ন ফাঁসের তথ্য ও প্রমান পাওয়া গেলে চাচা-ভাতিজাকে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি মিসেস সাকিলা পারভিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তদন্ত চলছে।

Spread the love