বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রারম্ভিক শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমাবেশ

WorldVisonবীরগঞ্জ প্রতিদিন :প্রারম্ভিক শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি একটি স্বেচ্ছাসেবি গ্রামপর্যায়ের কার্যকারী কমিটি যারা গ্রামের হতদরিদ্র সকল শিশুদের বিকাশের জন্য কাজ করে আসছে। স্পন্সরশীপ প্রকল্পের পরিচালনায় পৌরসভায় ও ৪টি ইউনিয়নে (২৫টি গ্রামে) মোট ২৫টি শিশু বিকাশ কেন্দ্র গঠিত হয় যেখানে বিভিন্ন শ্রেণীর, বর্ণের ও ধর্মের শিশুরা অংশগ্রহনের মাধ্যমে উন্নয়নের সুযোগ পাচ্ছে। এই কেন্দ্র পরিচর্যা, গঠন ও পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট মোট ২৫টি কমিটি গঠিত হয়। যারা নিঃস্বার্থ ভাবে গরিব শিশুদের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। এই কমিটির সদস্য হিসাবে মোট ১৭৫জন সদস্য ও সদস্যা ও ২৮জন কেন্দ্র সহায়তাকারি এডিপির উদ্যোগে শিশুদের শারিরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাগত ও সামাজিক উন্নয়নের কাজে সহযোগিতা করে আসছে। যেখানে প্রতিটি শিশু তার নিজস্ব স্বতন্ত্রতায় সার্বিক উন্নয়নের মাধ্যমে বড় হওয়ার সুযোগ পায় ও প্রাইমারি স্কুলে ভর্তি ও শিক্ষা গ্রহন উপযোগী হয়ে গড়ে ওঠে। আজকের বার্ষিক সমাবেশ-২০১৪ এর আগত সকল প্রারম্ভিক শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির জন্য একটি মিলন মেলার দিন, যে দিনে সবাই একই লক্ষ্যে সমবেত হয়ে বীরগঞ্জ এলাকার প্রারম্ভিক শিশুদের জন্য নতুন উদ্যোগে কাজ করার শক্তি ও অনুপ্রেরণা গ্রহন করেছে। আজকের প্রারম্ভিক শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমাবেশে এডিপির পক্ষে স্বাগতিক বক্তব্য রাখেন সিনিয়র এডিপি ম্যানেজার মি: এডভেন্ট ট্রিপল্যাড, বীরগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মি: সঞ্জয় পিউরিফিকেশন- স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন টিম লিডার- স্পন্সরশিপ প্রকল্প, এবং সঞ্চালক হিসাবে মি: শ্যামল মন্ডল-স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার- বীরগঞ্জ এডিপি, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মি: বার্নাড কুজুর- প্রজেক্ট ম্যানেজার, শিশু কল্যাণ প্রকল্প, বীরগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সকলের উপস্থিতিতে সারা দিনের সমাবেশ সাফল্য মন্ডিত হয়ে ওঠে। উলেস্নখিত আলোচনায় বিশেষভাবে সকল প্রারম্ভিক শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য আলোচনা করা হয়। প্রতিটি শিশুর অংশগ্রহন, সুরক্ষা, পরিবেশ, বিকাশের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে । কোন শিশু যেন অবহেলায় শিক্ষা জীবন থেকে ঝড়ে না পরে। সকল সদস্যদের বিশেষ সহযোগিতা ও কল্যান কামনা করে মি: সঞ্চয় পিউরিফিকেশণ শেষ বক্তব্য প্রদান করেন। পরিশেষে সকল সদস্য ও সদস্যাদের এডিপির পক্ষে ধন্যবাদ জানিয়ে বার্ষিক সভা সমাপ্ত করে।

Spread the love