শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. আব্দুর রাজ্জাক ॥ দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ে মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করেন উপজেলা স্বনাম ধন্য কবিরাজ হাট প্রজন্ম ক্লাব বনাম দলুয়া সমাজ কল্যাণ সমিতি। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে দলুয়া সমাজ কল্যাণ সমিতি জয় লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ও রহিম বখস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম সাবুল, রহিম বখস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ অালহাজ্ব নজরুল ইসলাম, রহিম বখস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সমিজ উদ্দীন,  ভোগনগড় ইউনিয়ন বিএনপির যুগ্ন অাহবায়ক মোঃ সাদেক হোসেন, ভোগনগর ইউনিয়ন পরিষদ সদস্য অাব্দুর রাজ্জাক, ভোগনগর ইউনিয়ন অাওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ( রয়েল)প্রমুখ।

বক্তব্য শেষে বিজয়ী দলের অধিনায়ক মোঃ বাবুর নেতৃত্বে খেলোয়াড়গণ অতিথিদের হাত থেকে পুরুস্কার হিসেবে একটি রঙ্গিন টেলিভিশন গ্রহণ করেন। এর আগে কবিরাজ হাট প্রজন্ম ক্লাবের মোকারম হোসেনের নেতৃত্বে বিজিত দল পুরস্কার গ্রহণ করেন।

খেলা পরিচালনায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ মিলন। সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ বাবু এবং আলমগীর। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ জয়নাল আবেদীন।

গত ৬ আক্টোবর ৮টি দলের অংশগ্রহণে উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয় বলে আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

Spread the love